কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ২০০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল জব্দ।

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানী এলাকা থেকে মোটরসাইকেল যোগে ২০০০ পিস ইয়াবা বহন করে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওনা হওয়া একদল মাদককারবারীদের বিজিবি সদস্যরা ধাওয়া করলে ইয়াবা ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
শনিবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৫ টার দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দলের ভিআইপি মামুন মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহ জনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। অভিযানে মোট ২০০০ পিস ইয়াবার মধ্যে ৫ পিস ভেঙে যায়। বাকি ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে বিজিবি সদস্যরা দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যান।
এর আগে, গতকাল বৃহস্পতিবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি চালান জব্দ করে। বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন