ভূরুঙ্গামারীতে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ শুক্রবার (১৪ মার্চ)বাদ জুম্মা ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাশি কিংবা পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে সরকারের প্রতিও জোর দাবি জানানো হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন